• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
২ মাসের শিশুসহ উদ্ধার ২২

৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গুলশানের ভবনের আগুন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:৪৯ এএম

৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গুলশানের ভবনের আগুন

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় রোববার রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে ১২ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় রোববার রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবন থেকে অন্তত ২২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী ও ২ মাসের এক শিশু রয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাজাহান সিকদার বিষয়টি সিটি নিউজকে নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১ জন মারা গেছেন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  উদ্ধার অভিযানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ১ জন নিহত হয়েছেন। মৃত ব্যক্তি ৩০-৩৫ বছর বয়সী পুরুষ। ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
ফায়ার সার্ভিস জানায়, গুলশান ২ নম্বরের ১০৪ নম্বর রোডের ২ নম্বর বাড়ি এই ১২ তলা ভবনটিতে সন্ধ্যা ৭টায় আগুন লাগে। খবর পেয়ে ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। 
ওই ভবন থেকে অন্তত ২২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী ও ২ মাসের এক শিশু রয়েছে। রোববার রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ভবনের ১০ তলার বেলকনিতে ৭-৮ দাঁড়িয়ে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
 

আরিয়ানএস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ