• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

৭১ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০৫:৫০ পিএম

৭১ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে হাজার ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। ৭১ দিনের মধ্যে এটিই সর্বোচ্চ শনাক্ত। নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল লাখ ৭২ হাজার ৯৩৫ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ছয় হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। আর নতুন করে সুস্থ হয়েছেন হাজার ২৩০ জন।

সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। বিভাগটিতে মারা গেছেন ২৩ জন। আর রাজশাহী বিভাগে মারা গেছেন ২০ জন। ঢাকায় মারা গেছেন ১৩ জন।  

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৩ হাজার ৮৬৮ জন। সুস্থ হয়েছেন লাখ ৯৪ হাজার ৭৮৩ জন রোগী।

গত বছরের মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই দিন তিনজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

মামুন/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ