• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বইমেলায় চাঁদা দাবি করা ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৪:০৬ পিএম

বইমেলায় চাঁদা দাবি করা ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অমর একুশে বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার সময় গ্রেফতার হওয়া ছাত্রলীগের দুই নেতাকে শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহ-সভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিনকে (সহ-সভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’
এর আগে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানা পুলিশ বইমেলা থেকে তাদের গ্রেফতার করে। পরে মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
শাহবাগ থানা থেকে জানা যায়, বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে দোকানিদের কাছে ৯০০ টাকা দাবি করেন। সেখান থেকে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

 

 

এনএমএম/এএল

আর্কাইভ