প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৮:৩১ পিএম
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন সুসান ওজস্কি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি। তিনি জানান, এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চান। ২০১৪ সালে ইউটিউবের সিইও পদে যোগ দিয়েছিলেন সুসান।
নীল মোহনের বয়স ৪৯ বছর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০১৫ সাল থেকে নীল মোহন ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত আছেন।
তিনি আমেরিকান মাইক্রোসফটেও কাজ করেছেন। এ ছাড়া জেনোমিক্স এবং বায়োটেকনোলজি কোম্পানি ২৩ এন্ডমির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
গুগলের আরেক প্রতিষ্ঠান ডাবলক্লিকে প্রায় ৬ বছর কর্মরত ছিলেন। ডাবলক্লিক নামের প্রতিষ্ঠানটি ২০০৭ সালে কিনে গুগল। এ ছাড়া তিনি দীর্ঘ ৮ বছর গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও এডভারটাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এএল/