• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মোটরসাইকেলের ধাক্কায় দাদি ও নাতনি নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৫:০০ পিএম

মোটরসাইকেলের ধাক্কায় দাদি ও নাতনি নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগে বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে মেট্রো রেল দুই নম্বর স্টেশনের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় দাদি নাতনি নিহত হয়েছে।নিহতরা হলেন, দাদী মোছাঃ সাজেদা খুকি (৪৫)ও নাতিন মোছাঃ রাফিয়া আক্তার (০৬মাস)।  তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন মাজেদা। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।


খবর পেয়ে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মুমূর্ষু অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ঢামেক মর্গে আর মাজেদা বেগমের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই।

 

এনএমএম/
 

আর্কাইভ