• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনার প্রতি পূর্ণ সমর্থন ভারতের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০২:১৫ এএম

শেখ হাসিনার প্রতি পূর্ণ সমর্থন ভারতের

রাজধানীর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা।

 বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিনয় মোহন কোত্রা। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।


বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, ‘শেখ হাসিনা ও তার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ সব ধরনের উন্নয়ন প্রচেষ্টায় প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে।’
চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান কোত্রা। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। উভয় পক্ষই দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আরিয়ানএস/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ