• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৭:৩৬ পিএম

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের বাদঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
শিক্ষক লুৎফর রহমান শ্যামনগর উপজেলার ১৬ নম্বর কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাদঘাটা গ্রামের মৃত বেলায়েত আলী মোড়লের ছেলে।


পুলিশ জানায়, শিক্ষক লুৎফর রহমান গৃহশিক্ষক হিসেবে বিভিন্ন বাড়িতে পড়ান। সম্প্রতি শ্যামনগর সদরে এক শিক্ষার্থীর বাড়িতে পড়ানোর সময়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে ছাত্রীর চিৎকারে তার মা ছুটে এলে ওই শিক্ষক দৌড়ে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীর বাবা বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেন। শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শ্যামনগর থানার একটি মামলা দায়ের করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, ধর্ষণচেষ্টা মামলায় প্রধান শিক্ষক লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

 

 

এনএমএম/

 

 

আর্কাইভ