• ঢাকা মঙ্গলবার
    ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বন্ধুত্ব রেখেই বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৯:০৯ পিএম

বন্ধুত্ব রেখেই বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা আমাদের বিশাল সমুদ্রসীমা অর্জন করতে সক্ষম হয়েছি।

বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আজ সোমবার সকালে আগারগাঁও কোস্টগার্ড সদরদপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান শুরু হয়।


শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরপরই আমরা সমুদ্রসীমায় আমাদের অধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছি। ২০০৮ সালে ক্ষমতা গ্রহণ করার পর আবার উদ্যোগ নিই এবং সমুদ্রসীমায় আমাদের অধিকার নিশ্চিত করি। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই এই সাফল্য অর্জন করেছি আমরা।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের যে অধিকার আছে, সেটা নির্দিষ্ট করার জন্য বঙ্গবন্ধু ১৯৭৪ সালে আইন প্রণয়ন করেন। তখনো জাতিসংঘে এই আইন হয়নি। জাতিসংঘে এ আইন হয়েছে ১৯৮২ সালে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই এই আইন প্রথম পাস করে।

 

আরিয়ানএস/

আর্কাইভ