• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরিয়ায় ১১ টন ত্রাণসামগ্রী পা‌ঠাল বাংলা‌দেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৫:৩৪ এএম

সিরিয়ায় ১১ টন ত্রাণসামগ্রী পা‌ঠাল বাংলা‌দেশ

সিটি নিউজ ডেস্ক

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পর সিরিয়ায় ক্ষ‌তিগ্রস্থদের জন্য সহায়তা হিসে‌বে ১১ টন ত্রাণসামগ্রী পা‌ঠি‌য়ে‌ছে বাংলা‌দেশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রা‌ত সাড়ে ১০টায় বিমান বা‌হিনীর এক‌টি কা‌র্গো বিমান এই ত্রাণসামগ্রী নি‌য়ে ঢাকা ছা‌ড়ে।

এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বিমান বা‌হিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক ওষুধ, তাবু, কম্বল ও শুষ্ক খাবারসহ এ সহায়তা নি‌য়ে যাচ্ছেন বিমান বা‌হিনীর ১৭ জন সদস‌্য। শনিবার তা‌দের সি‌রিয়ায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

এদিকে তুরস্কের আদিয়ামান শহরে ভূমিকম্পে ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার চ্যালেঞ্জ নিয়েই অভিযান চালাচ্ছেন সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা।

ধ্বংসযজ্ঞ থেকে জীবিত মানুষের সন্ধানে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সমন্বয়ে ৪৬ সদস্যের এই দল বর্তমানে ক্যাম্প করে উদ্ধার কাজে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন আদিয়ামান শহরে।

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ১৮ হাজার ৯৯১ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৩৩৭ জন।

উভয় দেশের কর্মকর্তাদের বরাতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ