• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বর্তমানে ৪০ হাজার ইভিএম ত্রুটিপূর্ণ: প্রকল্প পরিচালক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৪:০০ এএম

বর্তমানে ৪০ হাজার ইভিএম ত্রুটিপূর্ণ: প্রকল্প পরিচালক

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমানে নির্বাচন কমিশনের কাছে ইলেকট্রনিক ভোটিং মেশিন আছে দেড় লাখ। এর মধ্যে প্রায় ৪৫ হাজার ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

সৈয়দ রাকিবুল হাসান বলেন, দেড় লাখ ইভিএমের মধ্যে ৭০ হাজারটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) সংরক্ষিত রয়েছে এবং ৮০ হাজার মেশিন মাঠপর্যায়ে বিভিন্ন নির্বাচনে ব্যবহার হয়েছে।

নতুন প্রকল্প স্থগিত হওয়ায় ইসির হাতে থাকা দেড় লাখ ইভিএম সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা চলছে। তাই এ মুহূর্তে বলা সম্ভব নয় কতগুলো ইভিএম ব্যবহার করা সম্ভব। এরই মধ্যে বিদ্যমান ইভিএমের প্রায় এক-তৃতীয়াংশ রক্ষণাবেক্ষণের জন্য প্রক্রিয়াধীনও রয়েছে।


এর আগে, ২০১৮ সালে তৎকালীন ইসির কেনা দেড় লাখ ইভিএমে সর্বোচ্চ ৫০ থেকে ৭০ আসনে ভোট করা সম্ভব হবে বলে জানায় বর্তমান নির্বাচন কমিশন।

 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ