• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকায় নতুন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৩:৩৭ এএম

ঢাকায় নতুন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাহ কুককে ব্রিটিশ হাইকমিশনার করে বাংলাদেশে পাঠাচ্ছে দেশটির সরকার। তিনি বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস।
সারাহ কুক যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হয়ে দায়িত্ব পালন করেছেন। তার আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তানজানিয়ায় ব্রিটিশ হাই কমিশনার ছিলেন।


তবে এবারে দায়িত্ব পাবার মধ্যদিয়ে কুক যে প্রথম ঢাকায় আসছেন তেমনটি নয়, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান ছিলেন তিনি।

অর্থনৈতিক পরামর্শক হিসাবে কর্মজীবন শুরু করা কুক গায়ানা এবং সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তার পড়াশোনা অর্থনীতিতে। পরে তিনি উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ থেকে রবার্ট চ্যাটার্টন ডিকসন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের দায়িত্ব পালন করছেন। আগামী এপ্রিল বা মে মাসে তার স্থলাভিষিক্ত হবেন সারাহ কুক।

 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ