• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:১৫ পিএম

বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার। ভূমিকম্পে নিহত দুই দেশের নাগরিকদের স্মরণে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সারা দেশে এই শোক পালন করা হবে বলে বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক ও সিরিয়া ছাড়াও ভূমিকম্প পাশের সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়।

 

আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ