• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শর্ত মেনে বইমেলায় অংশ নেবে আদর্শ প্রকাশনী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৯:০৬ পিএম

শর্ত মেনে বইমেলায় অংশ নেবে আদর্শ প্রকাশনী

সংগৃহীত

আদালত প্রতিবেদক

বিতর্কিত ৩ বই ‍‍`প্রদর্শন বা বিক্রি না করার শর্তে‍‍` এবারের অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করতে পারবে প্রকাশনা সংস্থা আদর্শ।  আদর্শের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুব রহমান সিটি নিউজকে বলেন, ‍‍`আমরা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে অমর একুশে বই মেলায় অংশ নেব এবং ৩টি বই প্রদর্শন বা বিক্রি করব না। 

বইগুলো হলো- ফাহাম আবদুস সালামের ‍‍`বাঙালির মেডিওক্রিটির সন্ধানে‍‍`, ফয়েজ আহমেদ তাইয়েবের ‍‍`অপ্রতিরোধ্য উন্নয়নের কথামালা‍‍` এবং জিয়া হাসানের ‍‍`উন্নয়ন বিভ্রম‍‍`।

আদর্শকে স্টল বরাদ্দ না দেওয়ার যে কারণ জানালো বাংলা একাডেমি

এ প্রসঙ্গে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে এম মুজাহিদুল ইসলাম সিটি নিউজকে বলেন, ‍‍`আমি কোনো কাগজপত্র পাইনি। পেলে বইমেলা পরিচালনা কমিটি তখন সিদ্ধান্ত নেবে।‍‍`

এর আগে প্রকাশনা সংস্থা আদর্শকে আসন্ন অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

 

আরিয়ানএস/

আর্কাইভ