• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সরকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৭:৫৩ পিএম

সরকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এই পণ্য কেনা হবে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। 
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।  
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এই সয়াবিন তেল কিনতে ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা খরচ হবে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৭৬ টাকা ৮৮ পয়সা। যার আগের দাম ছিল ১৭৭ টাকার মতো। 
এই তেল ক্রয়ের সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি হাউস। 


বুধবারের সভায় মোট ১৫টি এজেন্ডা ছিল, যার সবগুলো পাস হয়েছে। তার মধ্যে ৮টি নৌপরিবহন মন্ত্রণালয়ের, বিদ্যুতের দুটি এবং বাণিজ্যের দুটি। এছাড়া স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ছিল একটি করে।

 

 

 

এনএমএম/

 

 

 

আর্কাইভ