• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০২:৫২ পিএম

ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ওই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৩টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। বুধবার ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গিয়ে নৌরুটের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে কুয়াশার মাত্রা কমে গেলে সকাল সাড়ে ৬টার দিকে ওই নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।


পাটুরিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, কুয়াশার মাত্রা কমে গেলে সকাল সাড়ে ৬টার দিকে ওই নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়। এরই মধ্যে মাঝ নদীতে আটকেপড়া ছোট-বড় তিনটি ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে মোট ১৩টি ফেরি চলাচল করছে। 

 

 

এনএমএম/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ