• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাঝ পদ্মায় ৩ ফেরি আটকা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০২:৩১ পিএম

মাঝ পদ্মায় ৩ ফেরি আটকা

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে মাঝ পদ্মায় তিনটি ফেরি আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও শ্রমিকরা।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৩টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। বুধবার ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গিয়ে নৌরুটের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকা পড়ে ফেরি কেরামত আলী, বনলতা ও মাধবীলতা নামের তিনটি ফেরি।


ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ফেরি চলাচল করছে। 
 

 

এনএমএম/

আর্কাইভ