• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে যুবক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৪:৪৫ পিএম

যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে যুবক নিহত

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে রাকিব বেপারি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোকলেস বেপারির ছেলে রাকিব। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন তিনি। পরিবার নিয়ে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের জেলে পাড়ায় থাকতেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন রকিব।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু অহিদুল ইসলাম জানান, রাতে তার মোবাইল ফোন থেকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। স্থানীয়দের মাধ্যমে তখন তিনি জানতে পেরেছেন, রাতে কাজ শেষে সিদ্ধিরগঞ্জ থেকে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় পার হওয়ার সময় একটি বাস ও ট্রাকের মাঝে চাপা পড়েন রাকিব।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার একটি খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের জন্য একটি টিম পাঠানো হয়েছে।

আর্কাইভ