• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০১:৪৮ এএম

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৬ ফেব্রুয়া‌রি) এক বার্তায় শোক প্রকাশ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী।


তুর‌স্কের ভূমিকম্পে দেশ‌টি‌তে অবস্থানরত কো‌নো বাংলা‌দে‌শির ক্ষ‌তিগ্রস্ত হওয়ার তথ‌্য এখন পর্যন্ত পায়‌নি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের ঘটনায় কো‌নো বাংলা‌দে‌শি নাগ‌রিক ক্ষ‌তিগ্রস্ত হওয়ার তথ‌্য এখনো পায়‌নি তুর‌স্কের বাংলা‌দেশ দূতাবাস।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বরাত দি‌য়ে বার্তা সংস্থা এএফপি জা‌নি‌য়ে‌ছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯১২ জনে দাঁড়িয়েছে।


এই ভূমিকম্পের আঘাতে পাশের দেশ সিরিয়ায় অন্তত ৩৮৬ জনের মৃত্যু হয়েছে ব‌লেও জানায় এএফপি।

দুই দেশেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হ‌চ্ছে।

 

সাজেদ/

আর্কাইভ