• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি বাম জোটের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০১:১১ এএম

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি বাম জোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ১৪টি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও প্রতিমা পানিতে ফেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত, গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

বিবৃতিদাতারা হলেন, বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশফো মিশু এবং সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

বিবৃতিতে নেতৃবৃন্দ ওই বর্বর ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবার জন্য সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানান।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ