• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সংসদীয় সীমানা পুনঃনির্ধারণে জনগণের মতামতেই হবে: ইসি আলমগীর

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১১:০৭ পিএম

সংসদীয় সীমানা পুনঃনির্ধারণে জনগণের মতামতেই হবে: ইসি আলমগীর

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানীয় জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই সংসদীয় সীমানা পুনঃনির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আলমগীর এ তথ্য জানিয়েছেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

মো. আলমগীর এ সময় উল্লেখ করেন, ইসির এখন একটিই এজেন্ডা, সেটি হলো তিনশ আসনের সীমানা নির্ধারণ নিয়ে প্রাথমিক আলোচনা। এ নিয়ে প্রথম সভায় আলোচনার মাধ্যমে যা বেরিয়ে আসবে, তা কার্যপদ্ধতি হিসেবে ধরা হবে।
এই নির্বাচন কমিশনার বলেন, ভৌগোলিক বা প্রশাসনিক কারণে সংসদীয় আসনে কোনো পরিবর্তন হবে কিনা তা খতিয়ে দেখতে হবে। সংসদীয় আসনে জনসংখ্যা সমভাবে বণ্টন করতে গেলে প্রশাসনিক অখণ্ডতা রক্ষা করা যায় না। বাস্তবতা ও নিয়ম মেনে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

 

আরিয়ানএস/

 

আর্কাইভ