• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের হাত বিচ্ছিন্ন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৭:১৬ পিএম

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের পুবাইল রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল গনি (১২) নামে এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতের দুলাভাই আলামিন বলেন, নরসিংদী থেকে ট্রেনের ছাদে চড়ে এয়ারপোর্টে খালার বাসায় আসছিলেন গনি। এসময় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সকালে গুরুতর আহত অবস্থায় এক কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ