• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

হঠাৎ ফরেস্ট অফিসে ৩ বাঘ ...

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১০:০৬ পিএম

হঠাৎ ফরেস্ট অফিসে ৩ বাঘ ...

চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় আপন খেয়ালে বিচরণরত বাঘেরা।

দেশজুড়ে ডেস্ক

সুন্দরবনের সুপতি স্টেশনাধীন চান্দেশ্বর ফরেস্ট অফিস। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দুটি বাঘ ওই অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টা পর্যন্ত তারা বনে ফিরে যায়নি। হঠাৎ এলাকায় তিনটি বাঘের উপস্থিতিতে আতঙ্কিত বনরক্ষীরা। গত ২৪ ঘণ্টা ধরে একই স্থানে ঘোরাঘুরি করছে বলে জানিয়েছে বন বিভাগ। এই অবস্থায় ক্যাম্পের ৫ বনরক্ষী অফিসে অবস্থান করছে। 


চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক জানান, শুক্রবার দুপুরে আসা দুটি বাঘের সঙ্গে রাতে আরও একটি বাঘ যোগ দিয়েছে। রাতে বনরক্ষীরা পুকুর পাড়ে টর্চলাইটের আলো জ্বেলে তিনটি বাঘের উপস্থিতি শনাক্ত করেছেন। সকালেও বাঘ তিনটি পুকুর পাড়ের অদূরে বনে ঘুরাঘুরি করছিল। এখনো বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। বনরক্ষীরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি লক্ষ্য করছেন।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামসুল আরেফীন বলেন, ‘এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে।’

 

আরিয়ানএস/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ