• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৭:০৪ পিএম

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও চমক নিয়ে এসেছে স্যামস্যাং। চলতি বছর মুঠোফোন জগতে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরার সুবিধা নিয়ে এস২৩ সিরিজের প্রিমিয়াম ফোন স্যামসাং ‘গ্যালাক্সি এস২৩ আলট্রা’ মডেলের ফোনটি। ইতিমধ্যে তা উন্মোচন করা হয়েছে।
এ ফোনে আছে ৬.৮ ইঞ্চি কিএইচডি+ডিসপ্লে। এ ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। স্যামসাংয়ের সবচেয়ে শক্তিশালী এ ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এর চিপসেট। এই ফোনের পেছনে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা। সঙ্গে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা।


এ ফোনে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন ব্যবহারকারীরা। গ্যালাক্সি এস২৩ আলট্রার দাম ১ হাজার ১৯৯.৯৯ ডলার থেকে শুরু।
গ্যালাক্সি এস২৩ আলট্রা ছাড়াও দক্ষিণ কোরিয়ার এ সংস্থাটি গ্যালাক্সি এস২৩ সিরিজের আরও দু’টি ফোন নিয়ে এসেছে। গ্যালাক্সি এস২৩ ও গ্যালাক্সি এস২৩ প্লাস। অবশ্য নতুন মডেলের এই ডিজাইনের ফোনগুলোতে খুব বেশি পার্থক্য চোখে পড়ে না। বরং স্পেসিফিকেশনের দিকে জোর দিয়েছে স্যামসাং। প্রসেসর, ক্যামেরা ও অন্যান্য বিভাগের স্পেসিফিকেশনে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
গ্যালাক্সি এস২৩-এর দাম শুরু হয়েছে ৭৯৯.৯৯ ডলার থেকে। গ্যালাক্সি এস২৩ প্লাস-এর দাম শুরু হয়েছে ৯৯৯.৯৯ ডলার থেকে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩-তে আছে ৩.১ ইঞ্চি এফএইচডি+ডিসপ্লে। সেখানে ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনে থাকছে ৬.৬ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে। দুটি ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আছে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। স্যামসাং গ্যালাক্সি এস২৩-তে আছে ৩,৯০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ প্লাস-এ আছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

 

 

আরিয়ানএস/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ