• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইএমএফের ঋণ বোঝা হবে না: সালমান এফ রহমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৬:৫৭ পিএম

আইএমএফের ঋণ বোঝা হবে না: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ বাংলাদেশের জন্য বোঝা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী মন্দা চলছে। এর প্রভাবে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সতর্কতার অংশ হিসেবে এ ঋণ নেয়া হয়েছে।’
বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে বলেই চাওয়া মাত্র আইএমএফ ঋণ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আইএমএফের ঋণের অর্থ পাওয়ার ফলে ঈদকে সামনে রেখে শিল্পখাতের কাঁচামাল আমদানি সংক্রান্ত জটিলতা কেটে যাবে।


উল্লেখ্য, আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬০ লাখ ডলার হাতে পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এনএমএম/এএল
 

আর্কাইভ