• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

যাত্রী পরিবহনের নামে প্রাইভেটকারে ফেনসিডিল পাচার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৫:৪২ পিএম

যাত্রী পরিবহনের নামে প্রাইভেটকারে ফেনসিডিল পাচার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাত্রী পরিবহনের নামে প্রাইভেটকারের মাধ্যমে ফেনসিডিল পাচারকালে শীর্ষ মাদক কারবারি মো. সোহেল রানাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৩ জানায়, আটকের সময় তার কাছ থেকে প্রাইভেটকার থেকে ৫৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক কারবারি মো. সোহেল রানাকে গতকাল (বৃহস্পতিবার) রাতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ কাপ্তানবাজার থেকে আটক করা হয়েছে।

রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নারায়ণগঞ্জে ফেনসিডিলের চালানটি পৌঁছে দেওয়ার জন্য এক ব্যক্তির সঙ্গে চুক্তি হয় রানার। সেই চুক্তি অনুযায়ী গতকাল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে কুমিল্লার উদ্দেশে ফেনসিডিলের চালান আনার জন্য তার প্রাইভেটকারটি নিয়ে রওনা করে। পরে কুমিল্লায় পৌঁছানোর পর চৌদ্দগ্রাম এলাকার ডিলারের কাছ থেকে ফেনসিডিল নিয়ে সেগুলো বস্তার ভেতরে নিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালার মধ্যে বিশেষ কায়দায় লোড করে। এরপর সে নারায়ণগঞ্জের এক ব্যক্তির কাছে ফেনসিডিল সরবরাহের উদ্দেশে যাত্রা করে।

তিনি বলেন, সোহেল রানা ভাড়ায় একটি প্রাইভেটকার চালায়। সেই প্রাইভেটকারের মাধ্যমেই সে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করার আড়ালে মাদকের কারবার করে থাকে। এ কাজ ঝামেলামুক্ত ভাবে পরিচালনা করার জন্য সে মূলত রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে যাত্রী পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় যায়। আবার মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় তা পৌঁছে দেয়।

তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ