• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পাহাড়িকার ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১২:৪৭ এএম

পাহাড়িকার ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বন্ধ

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ট্রেনটি আখাউড়া জংশন ছেড়ে আউটারে যাওয়ার পর ইঞ্জিনের একটি যন্ত্রাংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

তিনি আরও বলেন, ট্রেনটিকে ঘটনাস্থল থেকে জংশনে নিয়ে আসা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ