প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৫:৩৯ পিএম
শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩ । বাংলা একাডেমিতে বুধবার(১ ফেব্রুয়ারী) বেলা তিনটায় এই বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
করোনাভাইরাসের মহামারির কারণে গত দুই বছরের অমর একুশে বইমেলা বেশ খানিকটা ব্যাহত হয়। মহামারির প্রকোপ কমে আসায় এবারের বইমেলার চিত্র খানিকটা বদলে যাচ্ছে।
এবার ১ ফেব্রুয়ারি থেকেই মেলা শুরু হচ্ছে। মেলা চলবে ফেব্রুয়ারি মাসজুড়ে। মেলার আঙ্গিকেও এবার পরিবর্তন এসেছে। বেড়েছে নতুন প্রকাশক ও স্টলের সংখ্যা।
মেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর মেলায় অংশ নিচ্ছে ৬০১টি প্রতিষ্ঠান। গত বছর তা ছিল ৫৩৪। গত বছর মেলায় স্টল ছিল ৭৭৬টি। এবার স্টলসংখ্যা ৯০১। অর্থাৎ স্টল বেড়েছে ১২৫টি। গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৫টি। এবার প্যাভিলিয়ন হচ্ছে ৩৮টি।
এনএমএম /