• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:১৭ পিএম

৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

৪ জেলার ৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হয়েছে এ ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকছে না কোনো কেন্দ্র। তবে শান্তিপূর্ণ ভোটের জন্য  কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

উপনির্বাচনের মে আসনগুলোতে নির্বাচন হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩, বগুড়া-৪, বগুড়া-৬ ও ঠাকুরগাঁও-৩।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সকাল থেকেই সুষ্ঠুভাবে চলছে ভোটগ্রহণ। এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন রিটার্নিং এবং প্রিসাইডিং কর্মকর্তারা। তারা  কেন্দ্রের ইভিএম সংক্রান্ত জিনিস পত্র বুঝিয়ে দেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ১৩২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে করছেন জেলা প্রশাসক। এজন্য অবশ্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

চাঁপাইনবাবগঞ্জের ৩৫২টি কেন্দ্রেও ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এর আগে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তায় নির্বাচনীসামগ্রী পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য ৬ জন প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জন্য তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বগুড়া-৪ এবং ৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে ২৬৫টি কেন্দ্রে। পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ১৭টি দল নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু রাখতে দায়িত্ব পালন করছেন।

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনেও শুরু হয়েছে ভোটগ্রহণ। এরই মধ্যে ভোট উপলক্ষে ১২৮টি কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এ আসনের জন্য লড়ছেন ছয়জন প্রার্থী।

 

কিউ/এসএ

 

আর্কাইভ