• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফেব্রুয়ারি মাসেই আসছে নতুন কোচ, নিশ্চিত করলেন পাপন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০২:০০ এএম

ফেব্রুয়ারি মাসেই আসছে নতুন কোচ, নিশ্চিত করলেন পাপন

ছবিঃ সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

মাসখানেকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের চেয়ারটা ফাঁকাই পড়ে আছে। রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর এখন পর্যন্ত নতুন কোনো কোচ নিয়োগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বসে নেই বিসিবি, চালিয়ে যাচ্ছে সব ধরণের চেষ্টা। সোমবার কোচ নিয়োগের অগ্রগতির কথা জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেটারদের আটকাতে নতুন পথে হাঁটছে বিসিবি

সোমবার দুপুরে হঠাৎ করেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায় বিসিবি বস পাপনকে। বিপিএলের দিনের প্রথম ম্যাচ মাঠে উপস্থিত থেকেই দেখেছেন তিনি। সন্ধ্যা নাগাদ কথা বলেছেন গণমাধ্যমে। জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজের আগেই আসছেন টাইগারদের প্রধান কোচ।


কোচ হিসেবে চান্ডিকা হাথুরুসিংহেই আসছেন কিনা সে বিষয়ে মুখ খোলেননি পাপন। নির্দিষ্ট করে কোনো কোচের নামও বলেননি তিনি। তবে দিনকয়েক আগেই গণমাধ্যমে খবর এসেছে, হাথুরু আসছেন না কোচ হয়ে। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘১৮-২০ ফেব্রুয়ারি নতুন কোচ আসবে। কে আসবে এখনই বলব না। হাথুরু আসবে না সেটা তো আমি বলিনি, কোথায় নিউজ পেয়েছেন আপনারা? কোচ পেয়ে যাব ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এতে কোনো সন্দেহ নেই। আমাদের অপশনে যারা রয়েছে এর মধ্যেই পেয়ে যাব।’

 

সাজেদ/

আর্কাইভ