• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বাসাবো খালে পড়া সেই যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: জুন ২৩, ২০২১, ০৯:৪৮ এএম

বাসাবো খালে পড়া সেই যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ের বাসাবো খালে পড়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে। 

ময়লা-আবর্জনার ভেতরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।

খিলগাঁও থানার ওসি ঘটনাস্থলে আছেন। মরদেহ ব্যাগে ভরে খিলগাঁও থানার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, মঙ্গলবার (২২ জুন) উত্তর বাসাবো ঝিলপাড় মসজিদের পাশের ৭নং কালভার্ট খালে এ দুর্ঘটনা ঘটে। খাল থেকে বোতল কুড়াতে গিয়ে সেখানে পড়ে যান তিনি। 

ফায়ার সার্ভিস সদর দফতরের একটি ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালায়। দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হয় তারা। অবশেষে আজ তার মরদেহ ভেসে ওঠে।

সবুজ/নির্জন

আরও খবর

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ