• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ফিটনেসবিহীন গাড়ি : ৭১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৫:২৯ পিএম

ফিটনেসবিহীন গাড়ি : ৭১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গেল বছর সড়কে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ৬৪৮টি মামলা দিয়ে ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের এমপি এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মেয়াদোত্তীর্ণ, ফিটনেসবিহীন ও বিধিবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে জানিয়ে মন্ত্রী বলেন, ২০২২ সালে এসব যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ। এ ছাড়া ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগের এমপি বেনজীর আহমদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ছাড়া জেলা ও মহাসড়কে জেলা ম্যাজিস্ট্রেট এবং হাইওয়ে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করছেন।

সারাদেশে বর্তমানে ১ হাজার ৩৫০টি বিআরটিসি বাস রয়েছে বলেও জানান তিনি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ