• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডেনমার্কে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০১:১৮ এএম

ডেনমার্কে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেনমার্কের রাজধানীতে কোপেনহেগেন মসজিদের কাছে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, সারাবিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন শরীফ পোড়ানো হয়। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনায় নেতৃত্ব দেন। 

গত ২১ জানুয়ারি সুইডেনে কোরআন শরীফ পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। তিনি একইসঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক। ওই ঘটনায় তুরস্কসহ বিশ্বের বেশকিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়।

 

সাজেদ/
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ