• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পাঠ্যবইয়ে ধর্ম বিষয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১১:৩৯ পিএম

পাঠ্যবইয়ে ধর্ম বিষয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, পাঠ্যবইয়ে ধর্ম বিষয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেয়া হবে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি বলেন, ‘পাঠ্যবইয়ে ধর্মবিষয়ক অংশে ভুল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করছে। বিতর্কিত কিছু থাকলে বাদ দেয়া হবে। অনেক সময় ছোট্ট বিষয় নিয়ে অনেক বেশি প্রচার-প্রচারণা করে সম্প্রতি নষ্ট করার প্রবণতা দেখা যায়। এটি শুধু আজকে নয়, অতীতেও ছিল।’

পাঠ্যবইয়ে ভুল: অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজছে গোয়েন্দা সংস্থা

তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে এসব বেশি হয়। যার সবটা সত্য তাও নয়। যখন জাতীয় সংসদ নির্বাচন আসে তখন এগুলো হয়। এ রকম করার সুযোগ দেয়ার কোনো সময় নেই। যে কথা আপনারা বলছেন ইতিমধ্যে সেই কাজ আমরা সমাধানের চেষ্টা করছি।

যার যার কাছে তার তার ধর্ম বড় মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবব্ধু ১৯৭২ সালের সংবিধানেই অসম্প্রদায়িক বাংলাদেশ রচনা করে গেছেন। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।

প্রতিমন্ত্রী বলেন, আন্তঃধর্মীয় সংলাপে যেসব জেলা ভালো করেছে তাদের আমরা অভিনন্দন জানিয়েছি। অন্যরাও যেন ওই জেলাগুলোর মতো আগামী দিনে ভালো করতে পারে সে বিষয়েও বলেছি।

 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ