• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৯:২৫ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মিসবাহ্ উদ্দিন জানান, খবর পেয়ে কুতুবখালী টোল প্লাজা সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে। অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই মিসবাহ্।

 

সাজেদ/এএল

আর্কাইভ