• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

অনলাইন জুয়ায় শাস্তির বিধান ২ বছরের জেল

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৮:১৪ পিএম

অনলাইন জুয়ায় শাস্তির বিধান ২ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন জুয়াড়িদের জন্যে আসছে দুঃসংবাদ। প্রস্তাব এসেছে, ইন্টারনেটে জুয়া খেললেই হবে শাস্তি।
গত ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে অনলাইন ডিভাইসে জুয়াকে শাস্তির আওতায় আনার প্রস্তাব দেয়া হয়।  এ দিন ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭’ এর ধারায় যুগোপযোগী করার পাশাপাশি স্পষ্টীকরণের মাধ্যমে নরসিংদীর জেলা প্রশাসক এ আইনের প্রস্তাব দেন। আইনটি পাস হলে সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ডের মতো জরিমানা হতে পারে।
প্রস্তাবিত এই আইনের পক্ষে যুক্তিতে বলা হয়, ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭’-এর ৩ ধারায় যে কোনো ঘর, তাঁবু, কক্ষ, প্রাঙ্গণ বা প্রাচীরবেষ্টিত স্থানকে জুয়ার স্থান হিসেবে গণ্য করা হলেও যুগের পরিবর্তনে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ডিভাইসের মাধ্যমে জুয়া খেলা হলেও তা আইনের আওতাভুক্ত না হওয়ায় শাস্তি দেয়া সম্ভব হয় না। 
এ ছাড়া, আইনের ৩ ধারায় সর্বোচ্চ শাস্তি তিন মাস কারাদণ্ড অথবা ২০০ টাকা অর্থদণ্ড, ৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি এক মাস কারাদণ্ড অথবা ১০০ টাকা অর্থদণ্ড এবং ১১ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি এক মাস কারাদণ্ডসহ ৫০ টাকা অর্থদণ্ড করার বিধান রয়েছে, যা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাবটি বাস্তবায়নের সুপারিশে বলা হয়, আইনের ৩ ধারা সংশোধন করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে জুয়ার স্থান হিসেবে উল্লেখ করা যেতে পারে। আইনের বিভিন্ন ধারায় সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়ার বিধান করা যেতে পারে।


২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিন জননিরাপত্তা বিভাগ সম্পর্কিত কার্য-অধিবেশনে এই প্রস্তাব আলোচনা হবে।

 

 

এনএমএম/এএল

আর্কাইভ