• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মাদ্রাসাতেও স্কাউটিং চালু করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৭:৩২ পিএম

মাদ্রাসাতেও স্কাউটিং চালু করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুলের পাশাপাশি মাদ্রাসাতেও স্কাউটিং চালু করতে হবে। বাছাইকৃত নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীই যাতে স্কাউটিংয়ের প্রশিক্ষণ পায় সে বিষয় ব্যবস্থা নিতে হবে।
গাজীপুরে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

গাজীপুরে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্কাউট আন্দোলন আরও ব্যাপকভাবে গড়ে উঠুক। এই লক্ষ্যে নেয়া হচ্ছে নানান পদক্ষেপ। দেশের স্কাউটিং সম্প্রসারণের মাধ্যমে শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আজকের যে বাংলাদেশ আমরা দেখছি, এমন বাংলাদেশ কিন্তু ছিল না। সংঘাত আর খুনোখুনি ছাড়াও ক্ষমতায় আসার পর আমাদের নানান ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে। ২০০৯ সালে এ সরকার আসার পর থেকেই বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি।

দেশে মাদক-জঙ্গিবাদ স্থান পাবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

 

সাজেদ/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ