প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৭:৩২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুলের পাশাপাশি মাদ্রাসাতেও স্কাউটিং চালু করতে হবে। বাছাইকৃত নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীই যাতে স্কাউটিংয়ের প্রশিক্ষণ পায় সে বিষয় ব্যবস্থা নিতে হবে।
গাজীপুরে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
গাজীপুরে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্কাউট আন্দোলন আরও ব্যাপকভাবে গড়ে উঠুক। এই লক্ষ্যে নেয়া হচ্ছে নানান পদক্ষেপ। দেশের স্কাউটিং সম্প্রসারণের মাধ্যমে শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আজকের যে বাংলাদেশ আমরা দেখছি, এমন বাংলাদেশ কিন্তু ছিল না। সংঘাত আর খুনোখুনি ছাড়াও ক্ষমতায় আসার পর আমাদের নানান ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে। ২০০৯ সালে এ সরকার আসার পর থেকেই বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি।
দেশে মাদক-জঙ্গিবাদ স্থান পাবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
সাজেদ/এএল