• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আজ থেকে চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৭:২৫ পিএম

আজ থেকে চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন

মেট্রোরেল। ছবি : সংগৃহীত

সাজেদ আল হাসান

উত্তরা ও আগারগাঁওয়ের পর এবার খুলে দেয়া হয়েছে মেট্রোরেলের পল্লবী স্টেশনের দুয়ার। আজ বুধবার উত্তরা থেকে ট্রেনটি মিরপুরের পল্লবী স্টেশনে যখন পৌঁছায়, তখন সকাল ৮টা ৩৫ মিনিট। যাত্রী ওঠার পর ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশে রওনা হয় ৮টা ৩৭ মিনিটে। পল্লবী থেকে আগারগাঁও আসতে যাত্রীদের সময় লেগেছে মাত্র ৭ মিনিট।

মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন, থামবে আরও এক স্টেশনে (ভিডিও)
এ নিয়ে তিনটি স্টেশনে থামছে মেট্রোরেল। এ স্টেশন চালুর পর মিরপুর, বেনারসি পল্লী, মিরপুর ১২, মিরপুর সাড়ে ১১, পুরবী এলাকার মানুষও মেট্রোরেলের সুবিধা পাবেন। এর আগে গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উত্তরা থেকে আগারগাঁওয়ে মেট্রোরেল চালু হয়। এত দিন দুটি স্টেশনে যাত্রীরা চলাচল করতে পারতেন।

এ ছাড়া এদিন নতুন সময়ে চলাচল শুরু করে মেট্রোরেল। এখন থেকে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।


সরেজমিন দেখা যায়, যাত্রীদের জন্য মেট্রোরেলের আগারগাঁও স্টেশন সকাল ৮টায় গেট খোলা হয়েছে। সাড়ে ৮টা থেকে ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করছে। পল্লবী স্টেশন চালু হওয়ায় বেশ আনন্দিত যাত্রীরা।

এক নজরে মেট্রোরেল এক নজরে মেট্রোরেল

মেট্রোরেল প্রকল্প সূত্রে জানা যায়, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশন রয়েছে। সেগুলো হলো, উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

 

সাজেদ/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ