• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নেই শৈত্য প্রবাহ, রাতের তাপমাত্রা আরও বাড়ার আভাস

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৫:২১ পিএম

নেই শৈত্য প্রবাহ, রাতের তাপমাত্রা আরও বাড়ার আভাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

একদিনে ব্যবধানে দেশ থেকে শৈত্য প্রবাহ উধাও! গতকালও দেশের চার জেলা নীলফামারি, কুড়িগ্রম, পঞ্চগড় ও মৌলভীবাজারে মৃদু শৈত্য প্রবাহ ছিল। দ্রুতই পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায়  শীত কমার পাশাপাশি রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অধিদপ্তর থেকে আরও জানা যায়, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সন্দ্বীপ, সীতাকুণ্ড এবং কক্সবাজারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল  ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে দেশের তাপমাত্রা আরও বৃদ্ধির আভাস রয়েছে।

তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ