• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ২ জঙ্গি গ্রেফেতার

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৫:৩৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে ২ জঙ্গি গ্রেফেতার

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছে পাওয়া দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বাশার।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে সংগঠনটির সামরিক শাখার প্রধান ও তার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব।

 

এসএই/এএল

 

 

 

 

 


 

আর্কাইভ