প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ১২:৪৫ এএম
দেশে বর্তমানে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা নয় হাজার ৭০৮ জন। আর এতে মারা গেছেন এক হাজার ৮৯০ জন। রোববার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে এইচআইভি রোগীর সংখ্যা নয় হাজার ৭০৮ জন, এরমধ্যে চিকিৎসাধীন রয়েছেন ছয় হাজার ৭৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এক হাজার ৮৯০ জন।
এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সাজেদ/