• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীর কুড়িলে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ১১:৫৬ পিএম

রাজধানীর কুড়িলে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী নাদিয়া। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর (২১) নাম নাদিয়া।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বাসটি জব্দ করেছে ভাটারা থানা পুলিশ। তবে বাসচালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আছাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, উত্তরার দিক থেকে আসা ভিক্টর বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাদিয়া। তবে রাস্তা পারাপার হতে গিয়ে, নাকি বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

ওসি এবিএম আছাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জেনেছি ওই শিক্ষার্থী একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তবে বিশ্ববিদ্যালয়ের নাম জানা যায়নি।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সাজেদ/

আর্কাইভ