• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রংপুর মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০৭:২৮ পিএম

রংপুর মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

রংপুর ব্যুরো

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলে বিক্ষোভ মিছিল করেছে রমেক চতুর্থ শ্রেণি কর্মচারীরা। এ সময় কর্মচারীরা পরিচালকের দ্রুত অপসারণ চান।

রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মেডিকেল চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল চলাকালীন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির (১৬-২০) এর সভাপতি শাহীন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন, জেলা শাখার সভাপতি অক্সিজেন বাবু, রংপুর মেডিকেল কলেজ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ নেতৃবৃন্দ।

এ সময় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম জানান, পরিচালক দায়িত্বে আসার পর থেকেই নানা অজুহাতে কর্মচারীদের ওপর অত্যাচার চালিয়ে আসছেন, সেই সঙ্গে লাগামহীন দুর্নীতি করছেন তিনি। আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি টাকা দুর্নীতি করছেন তিনি। কোনো বিষয়ে প্রতিবাদ করলেই ট্রান্সফার আর চাকুরিচ্যুতের ভয় দেখান।

পরে কর্মচারীরা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে। পরিচালক উপস্থিত না থাকায় কর্মচারীরা পরবর্তী কর্মসূচী ঘোষণা করে বিক্ষোভ শেষ করে।

এদিকে বিক্ষোভ মিছিল চলাকালীন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান হাসপাতালে আসেননি।

একই দাবিতে কর্মসূচী ঘোষণা করেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও।

 


এএল/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ