প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৬:১৬ পিএম
টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমায় এসে বার্ধক্যজনিত কারণসহ অসুস্থ হয়ে দুদিনে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মুসল্লিরা হলেন- ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮), গাইবান্ধার শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫), ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) ও বরগুনার আবদুল আলী রানার ছেলে মফিজুল ইসলাম (৭৫)।
মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার দিবাগত রাতে অসুস্থ হয়ে আব্দুল হান্নান, ব্যবসায়ী বোরহানের মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় আব্দুল হামিদ মণ্ডল ও মফিজুল ইসলাম মারা যান। এর আগে বার্ধক্যের কারণে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বৃদ্ধ মফিজুল ইসলাম (৭৫) মারা যান। অন্যদের মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তার বয়ান তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম। আগামীকাল রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ জমায়েতের দ্বিতীয় পর্ব।
এনএমএম/এএল