• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নগ্ন ভিডিও দেখিয়ে সাবেক প্রেমিকাকে হয়রানি, চিকিৎসক গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ১২:১৪ এএম

নগ্ন ভিডিও দেখিয়ে সাবেক প্রেমিকাকে হয়রানি, চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনস্টাগ্রাম সাবেক প্রেমিকার নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডা. জোবায়ের আহমেদ নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ডা. জোবায়ের কুমিল্লা মেডিকেল অ্যান্ড প্যাথলজি সেন্টারের স্বত্বাধিকারী।

সিটিটিসি বিভাগের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা ঢাকা পোস্টকে বলেন, জোবায়ের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তার কাছ থেকে বিভিন্ন কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও নিয়ে তার মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে ওই নারী জানতে পারেন, জোবায়ের বিবাহিত ও তার সন্তান আছে। এরপর তিনি জোবায়েরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এতে ধারণ করে রাখা অশ্লীল ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে পাঠিয়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন জোবায়ের।

তিনি বলেন, এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় জোবায়েরের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলায় জোবায়েরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সুরঞ্জনা সাহা বলেন, জোবায়েরের বিরুদ্ধে এক নারীর গায়ে হাত দিয়ে হয়রানি করার অভিযোগে সিলেটে একটি মামলা রয়েছে। রিমান্ডে মঞ্জুর হলে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ