• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সাবেক এমপিদের পেনশন সুবিধার পরিকল্পনা নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ১২:৪৫ এএম

সাবেক এমপিদের পেনশন সুবিধার পরিকল্পনা নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। তবে ভবিষ্যতে করা যায় কি-না পরীক্ষা-নিরীক্ষা করে সরকার সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।  

মোজাম্মেল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। তবে ভবিষ্যতে সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করা যায় কিনা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

আর্কাইভ