প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১১:৪৭ পিএম
বুধবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি দেয় না।
‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেও অন্য দেশের তুলনায় অনেক কম... নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সরকার ভর্তুকি দিচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে,’ বলেন তিনি।
আর্থ-সামাজিক উন্নয়নে আশপাশের দেশগুলোর চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছি। রূপকল্প-৪১ও অর্জন করব, আর্থ-সামাজিক খাতে বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ।’
২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট ও ৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ।’
‘বাজেটের আকার বাড়িয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার’- এ কথা জানিয়ে তিনি বলেন, মেগাপ্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র্য হবে অতীতের ঘটনা..মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ফলে গত ১৪ বছরে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।
সাজেদ/