প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৭:৩০ পিএম
সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির পর শিল্পখাতেও বাড়ানো হলো গ্যাসের দাম। শিল্প ভেদে কারখানা প্রতি ১৪ থেকে ৩০.৫০ টাকা পর্যন্ত। আসছে ফেব্রুয়ারি মাস থেকেই এই দাম কার্যকর হবে।
বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে সব শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়েনি। সিএনজি ও আবাসিক খাতে আগের দামই বহাল থাকবে।
যেসব খাতে বেড়েছে সেগুলো হল বিদ্যুৎ, সার, ক্যাপটিভ ও শিল্প। আর বাড়েনি আবাসিক, সিএনজি ও চা শিল্পের গ্যাসের দাম।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে দাম বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।