• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপিকে চোখের ছানি দূর করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৬:১৬ পিএম

বিএনপিকে চোখের ছানি দূর করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকারের উন্নয়ন দেখার জন্য বিএনপিকে কমিউনিটি ভিশন সেন্টারে এসে চোখের ছানি দূর করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বুধবার (১৮ জানুয়ারি) সকালে তৃতীয় পর্যায়ে ৪ বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সরকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। সরকারের অনেক উদ্যোগের ফলে প্রান্তিক মানুষ এখন তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাচ্ছে। সরকারের এমন উন্নয়নমূলক কার্যক্রম বিএনপি চোখে দেখে না।

জাহিদ মালেক বলেন, ‘এই সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। এ ছাড়া কমিউনিটি ভিশন সেন্টার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় অনন্য এক নজির স্থাপন করেছে। গত ২০ বছর আগে দেশে অন্ধত্বের হার ছিল ৪৫ শতাংশ; কিন্তু বর্তমানে তা কমে মাত্র ১ শতাংশে নেমে এসেছে, যা আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম।’

 

 

এনএমএম/এএল

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ