• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কদমতলী মার্ডার : শফিকুল ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৮:১০ পিএম

কদমতলী মার্ডার : শফিকুল ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কদমতলীতে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় হওয়া মামলায় আসামি শফিকুল ইসলামকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ জুন) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার রিমান্ড আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন।

তিনি জানান, সোমবার আসামি শফিকুল ইসলামকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, এর আগে আরেক আসামি মেহজাবিন ইসলাম মুনকে রোববার (২০ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতে নেয়া হয়। সেখানে ট্রিপল মার্ডারের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার সকালে কদমতলীর মুরাদপুরের এক বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের ছোট মেয়ে জান্নাতুল (২১)

সেখান থেকে অচেতন অবস্থায় মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম মেয়ে তৃপ্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় সেদিনই আটক করা হয় মেহজাবিনকে।

হত্যাকাণ্ডের পর মেহজাবিন নিজেই ৯৯৯- ফোন দিয়ে বলেন, ‘মা-বাবা ছোট বোনকে হত্যা করেছি। আপনারা আসেন। এসে আমাকে ধরে নিয়ে যান।

ঘটনায় নিহত মাসুদ রানার বড় ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন।

টিআর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ