• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইজতেমার দ্বিতীয় পর্ব ২০ তারিখ থেকে

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৫:৪৪ পিএম

ইজতেমার দ্বিতীয় পর্ব ২০ তারিখ থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। চার দিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। দিল্লির মাওলানা সা’দ অনুসারীরা ২২ জানুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে এ বছরের ইজতেমা শেষ করবেন।

তথ্যমতে, শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিদেশি অতিথিদের জন্য একই সুযোগ-সুবিধা থাকছে। বিদেশি মেহমানরা ইজতেমা মাঠেই অবস্থান করবেন এবং ইজতেমা শেষে তারা যার যার গন্তব্যে চলে যাবেন।

এদিকে, গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমার প্রথম পর্ব রোববার শেষ হয়েছে।

প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ। কোরআনের আয়াত ও বাংলায় মোনাজাত পরিচালনা করেন তিনি।

এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব, সিলেটের নুরুল হক, মুন্সীগঞ্জের আক্কাস আলী এবং ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৭১)।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ